• NEWS PORTAL

  • রবিবার, ২৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিপি সরকার গঠন করবে, কোনো শক্তি নাই বাধাগ্রস্ত করার: পাটওয়ারী

প্রকাশিত: ২১:৫৭, ২৮ জুন ২০২৫

ফন্ট সাইজ
এনসিপি সরকার গঠন করবে, কোনো শক্তি নাই বাধাগ্রস্ত করার: পাটওয়ারী

ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনীতি খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে। 

শনিবার (২৮ জুন) আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।  

তিনি বলেন, ইনশা আল্লাহ আমরা সংসদে যাবো এবং সরকার গঠন করবো। এতে কোনও সন্দেহ নেই। বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে সামনে ব্যালটে রেভল্যুশন হবে। কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে। আমরা জয়ী হবো।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেওয়া হবে। গত ১৫ বছরে এসএমই খাতে, শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

পাটওয়ারী বলেন, বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবো। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে। চা়ঁদাবাজি মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেওয়া হবে।

ভোট আয়োজন যেমন দায়িত্ব তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া শুভেচ্ছা বক্তব্য নিয়ে ক্ষমা প্রকাশ করে তিনি বলে, মিডিয়া কমিশন গঠন করে গণমাধ্যমে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2