জুলাই ঘোষণাপত্রের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও এখনো জুলাই ঘোষণাপত্র প্রকাশ হয়নি। এর ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছে জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, ঘোষণাপত্র অবশ্যই সরকারকেই দিতে হবে। এর ব্যত্যয় হলে ছাত্র-জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে এসে সকল রাজনৈতিক দল, মত ও অংশীজনকে সঙ্গে নিয়ে সরকারের কাছ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নেবে।
সোমবার (৩০ জুন) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে সংগঠনটি মাসব্যাপী ৩৬ দিনের কর্মসূচিও ঘোষণা করেছে।
আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে না, এটি একটি রাষ্ট্রীয় দলিল। সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং লাখো ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু সরকার এখনও পর্যন্ত শহীদদের স্বীকৃতি, আহতদের পুনর্বাসন কিংবা ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, গত ১০ মে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল। সেই সময়সীমা ২৫ জুনে শেষ হলেও এখন পর্যন্ত সরকার কোনো বক্তব্য বা ব্যাখ্যা দেয়নি। এ বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে আপ বাংলাদেশ।
আপ বাংলাদেশ জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র, প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কার্যক্রম এবং গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে—
১ জুলাই–৩৬ জুলাই: দেশব্যাপী গণসংযোগ
৪ জুলাই: বরিশাল বিভাগীয় গণসংযোগ
৫ জুলাই: রংপুর বিভাগীয় গণসংযোগ
১১ জুলাই: চট্টগ্রাম বিভাগীয় গণসংযোগ
১২ জুলাই: সিলেট বিভাগীয় গণসংযোগ
১৫ জুলাই: নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ
১৬ জুলাই: দোয়া ও শহীদদের কবর জিয়ারত
১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণ
১৮ জুলাই: খুলনা বিভাগীয় গণসংযোগ
১৯ জুলাই: রাজশাহী বিভাগীয় গণসংযোগ
১৯ জুলাই: মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ
২০ জুলাই: মেহনতি মানুষের প্রতিরোধ স্মরণ
২৫ জুলাই: ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ
২৬ জুলাই: ঢাকা বিভাগীয় গণসংযোগ
১ আগস্ট: জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল
৩ আগস্ট: হাসিনা পতনের এক দফা স্মরণ
৫ আগস্ট: গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন
এছাড়া, জুলাই ঘোষণাপত্রের দাবিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি, সারাদেশে সাধারণ সমর্থক বৃদ্ধির কার্যক্রমও চলমান থাকবে।
সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং অন্যান্য কেন্দ্রীয় সদস্য ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: