আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্যদিয়ে এনসিপির আজকের কর্মসূচি শুরু

ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্যদিয়ে আজকের কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
এর আগে, পাবনা থেকে রাতে কুষ্টিয়া যান এনসিপি নেতারা।
সেখানে যুব সমাজ পুনর্গঠনের স্বপ্ন দেখবে উল্লেখ করে এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরিবারতন্ত্র আর চলবে না।
সোমবার রাতে পাবনা আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে দলের এক পদযাত্রা সভায় তিনি জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি ঘোষণা করা হবে। একটি রাষ্ট্রের প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এসব অত্যন্ত জরুরি বলে জানান নাহিদ ইসলাম।
বিভি/এআই
মন্তব্য করুন: