জিএম কাদেরের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে পদ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন দলটির অব্যাহতি পাওয়া আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু।
জিএম কাদেরের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় এমন অভিযোগ তুলে কাউন্সিল ডাকতে জিএম কাদেরের প্রতি চ্যালেঞ্জও ছুঁড়ে দেন দলটির অব্যাহতি পাওয়া নেতারা।
রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, যদি জিএম কাদেরের সৎ সাহস থাকে তবে তিনি কাউন্সিলের আয়োজন করবেন।
এ ছাড়া কথা বলার আগে ভেবেচিন্তে বক্তব্য দিতে দলটির নতুন মহাসচিবকে তারা পরামর্শও দেন। রংপুরকেন্দ্রিক দল গঠনের অভিযোগ তুলে বলেন, দলে নেতার চেয়ে বহিষ্কৃত নেতার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মো. এরশাদের নাম ভাঙিয়ে কেউ স্বার্থ উদ্ধারের চেষ্টা করলে তা কর্মীরা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: