পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি মির্জা ফখরুলের

ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে এই বর্বরোচিত হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশের পাশপাশি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব।
এদিকে মিটফোর্ডের ঘটনায় সমাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পোষ্টে তিনি বলেন, ভয় ও সংকোচ উপেক্ষা করে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: