‘দায় এড়ানোর রাজনীতি যুবদল করে না’

ছবি: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে যুবদল-ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। ঘটনার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে যুবদল সভাপতি বলেন, দায় এড়ানোর রাজনীতি যুবদল করে না।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (১২ জুলাই) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান নেতারা। তারা অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজে যাদের স্পষ্টভাবে দেখা গেছে, তাদের বাদ দিয়ে অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে—এটা উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
যুবদল সভাপতি বলেন, ঘটনাটি বুধবার ঘটলেও তা শুক্রবার প্রচার হলো—পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কি না, সেটিও ভাবিয়ে তোলে। খুলনায় যুবদলের এক কর্মীর রগ কেটে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, একটি গুপ্তচক্র বিভ্রান্তি ছড়াতে সক্রিয় হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে যুবদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: