• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অর্থনীতিও গণতান্ত্রিক করতে হবে: আমীর খসরু

প্রকাশিত: ১৯:৪৯, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অর্থনীতিও গণতান্ত্রিক করতে হবে: আমীর খসরু

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মতো নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিক নিয়োগ দেবে না। অতীতেও এটি মেনে চলার কারণে ব্যাংক এবং পুঁজিবাজারে লুটপাট হয়নি।

সোমবার (১৪ জুলাই) সকালে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত পুঁজিবাজারবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়াতে রাজনীতির মতো অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থের উৎস হবে পুঁজিবাজার। সেটি না হওয়ায় ব্যাংক ও পুঁজিবাজার—দুইটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিনের হস্তক্ষেপ বন্ধ করে বাজারকে নিজের মতো চলতে দেয়ার কথাও বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী।

‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন এবং বাস্তবতা’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে বিনিয়োগকারীদের কোনো সুরক্ষা ছিল না। তারা কেবল ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে। আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত করতে হবে। ভালো শেয়ারের জোগান না বাড়ালে স্থিতিশীলতা টেকসই হবে না বলেও মত দেন বক্তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2