• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি ভিপি নুরের 

প্রকাশিত: ১৭:৫০, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৩০, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি ভিপি নুরের 

ছবি: নুরুল হক নুর

ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুশিয়ারি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এসনসিপির  পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগের হামলার প্রতিবাদে নিজের ভ্যারিফায়েড পেজে দেওয়া পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর লেখেন, ‘সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে । এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে ১১ মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনাবোধ তৈরি হয়নি। বরং এরা প্রতিশোধপরায়ন হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।’ 

তিনি আরও লেখেন, ‘প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’ করবো।গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান ফ্যাসিবাদ নির্মূল আপনারাও আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।’

পরবর্তীতে আরেকটি পোস্টে  গোপালগঞ্জের ঘটনায় সন্ধ্যা ৭ টায় পল্টন থেকে মশাল মিছিলেরও ঘোষণাও দেন নুর।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2