• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

প্রকাশিত: ২৩:৩৫, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নির্বাচন করেছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।  

গ্রেফতার তারেক শামস খান হিমু টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে। 

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থাকার পর আজ সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ বিকাল ৩টার দিকে তারেক শামস হিমুকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2