জাতীয় পার্টিতে একদিকে ভাঙনের সুর, অন্যদিকে ঐক্যের আহ্বান!

জাতীয় পার্টিতে একদিকে ভাঙনের সুর, অন্যদিকে ঐক্যের আহ্বান। জাতীয় পার্টির বিভিন্নপন্থী নেতাদের পাশাপাশি সদ্য অব্যাহতি পাওয়া নেতারা এই ঐক্যের ডাক দিয়েছেন। অতীতের জন্য ক্ষমাও চেয়েছেন তারা।
জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন ওই সময়রের মন্ত্রীরা বিভিন্ন প্রেক্ষাপটে দল ছেড়ে দেন। আবারও ঐক্য গড়তে তারা এক মঞ্চে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবাষিকী উপলক্ষে সোমবার (১৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে স্মরণ সভার আয়োজন করে পল্লী বন্ধু এরশাদ স্মৃতি সংসদ। সভায় নেতারা ঐক্যের ডাক ।
জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়া নেতারা সবাই নতুন নতুন রাজনৈতিক দল খোলেন। সব দলের সাথেই যুক্ত জাতীয় পার্টির নাম। স্মরণ সভায় জাতীয় পার্টির রওশনপন্থী, কাজী জাফরপন্থী, মঞ্জুপন্থী নেতাদের পাশাপাশি জাপা থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতারাও অংশ নেন।
জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বুর্জোয়া রাজনীতিতে বিপ্লব হয় না। যারা এদেশে গণতন্ত্রের লড়াই করেছে তারা বড় স্বৈরাচার। মুখের কথা আর কাজের ধরন তাদের এক নয়।
এ সময় ক্ষমতার রাজনীতিতে জাতীয় পার্টিকে প্রভাবশালী করতে ঐক্যের আহ্বান জানান রওশনপন্থী জাতীয় পার্টির মহাসচিব কাজী ফিরোজ রশিদ।
জি এম কাদেরের সমালোচনা করে জাপা থেকে অব্যাহতি পাওয়া আনিসুল ইসলাম মাহামুদ বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কার ৩৬ বছর আগেই জাতীয় পার্টি করেছে।
রাজনৈতিক স্বার্থে জাতীয় পার্টিকে বারবার ভাঙা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। তবে স্বচ্ছ জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে জানান জাপা থেকে অব্যাহতি পাওয়া মজিবুল হক চুন্নু।
ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়তে কাউন্সিলের মাধ্যমে দায়িত্ব বণ্টনের কথাও বলেন তিনি।
এদিকে, বিকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে এরশাদের মৃত্যুবাষির্কী উপলক্ষে পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। এ সময় দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সকালে সেগুনবাগিচায় স্মরণসভা হয়। এদেশের উন্নয়নে এরশাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ।
বিভি/টিটি
মন্তব্য করুন: