• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সংস্কারের নামে টালবাহানা করে দিন পার করছে সরকার: জি এম কাদের

প্রকাশিত: ০১:০৬, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সংস্কারের নামে টালবাহানা করে দিন পার করছে সরকার: জি এম কাদের

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংস্কারের নামে টালবাহানা করে দিন পার করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশে কখনো শান্তি আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

রংপুরের পল্লী নিবাসে সোমবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভায় তিনি আরও বলেন, মবতন্ত্র দিয়ে নির্বাচন মেনে নেবে না দেশের মানুষ। 

অভিযোগ করে তিনি বলেন, এই সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। 

দলের কো-চেয়ারম্যান স্থানীয় সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিতে এতে বক্তব্য দেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ স্থানীয় নেতারা। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2