• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিপির পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র শুরু করেছে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২১:৩৭, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ২১:৩৮, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এনসিপির পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র শুরু করেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র শুরু করেছে-এমন অভিযোগ দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের। লুটপাট, বৈষম্য ও চাঁদাবাজি থেকে মুক্তি পেতে জনগণকে এনসিপির সাথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।  

মঙ্গলবার (১৫ জুলাই) জুলাই পদযাত্রার ১৫তম দিনে মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে ফেরী যোগে দ্বীপ জেলা ভোলায় যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে ভোলা শহরে পদযাত্রা করেন। বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে পথসভা করেন। 

এসময়  নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে এই ভোলার মানুষ। তাই তাদের ত্যাগকে কাজে লাগিয়ে আগামী দিনে সর্বজনীন বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপি সারজিস আলম, দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।

পরে ভোলায় শহীদ হাসানের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2