জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

ছবি: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। ভবিষ্যতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে যেন কোনও শাসকগোষ্ঠী প্রশ্ন তুলতে না পারে, সেজন্য এই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। পাশিপাশি অন্তর্বর্তী সরকারকেও বৈধতা দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে টিএসসিতে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ মাস আগেই জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি। পরবর্তীতে আবারও পর্যালোচনা করে মতামত জমা দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্র নিয়ে যেন কোনও বিভ্রান্তি সৃষ্টি করা না হয়।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ধীরগতির কারণে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ হবে কীনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করছি তা সম্ভব হবে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে। এই ঐক্যই জাতীর একমাত্র শক্তি হবে। তবে কেউ কেউ ঐক্যে ফাটল সৃষ্টি করতে চাইছে। আজকের সুখের দিনেও অতীতের নির্যাতন-জুলুমের কথা ভোলা যাবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, হাজার হাজার মানুষের বিচার করা হলে জাতিকে প্রতিহিংসার বিভাজনের দিকে ঠেলে দেওয়া হবে। এক্ষেত্রে কাদের বিচার হবে তা আইনের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
বিভি/এআই
মন্তব্য করুন: