জামায়াতে ইসলামীর সমাবেশকে স্বাগত জানিয়ে নরসিংদীতে পদযাত্রা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিকে স্বাগত জানিয়ে নরসিংদী শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার শিক্ষাচত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ শেষে
নরসিংদী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে দলীয় প্রায় ২০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নরসিংদী শহর জামায়াতের শাখা আমির আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সদর শাখার আমির মাহফুজ ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন—জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, জামায়াতের নরসিংদী সদর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইব্রাহিম ভূইয়া এবং জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছে। আগামীকাল ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণে তা প্রমাণিত হবে।”
তারা আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনী লেভেল প্লেলিং ফিল্ড নিশ্চিতকরণ, আনুপাতিক হারে নির্বাচনসহ ৭ দফা দাবিতে এই আন্দোলন।” তাঁরা আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
বিভি/এজেড
মন্তব্য করুন: