• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘ঐকমত‍্যের বিষয়গুলো বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলেই সনদে স্বাক্ষর করবে এবি পার্টি’

প্রকাশিত: ০০:৪৩, ১ আগস্ট ২০২৫

আপডেট: ০০:৪৪, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘ঐকমত‍্যের বিষয়গুলো বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলেই সনদে স্বাক্ষর করবে এবি পার্টি’

২৩ দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী দিবসের ব্রিফিংয়ে এবি পার্টির (আমার বাংলা) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জাতীয় ঐকমত‍্য কমিশনে যে সকল বিষয়ে দ্বিধাহীনভাবে ও কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত‍্য হয়েছে তা আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত আকারে সকল রাজনৈতিক দলের নিকট উপস্থাপন করা হবে। দলগুলো যাচাই বাছাই করে অনাপত্তি দিলে তৈরি হবে মূল সনদ। তবে, শুধু সনদ তৈরি হলে হবে না, ঐকমত‍্যের বিষয়গুলো বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করলেই কেবলমাত্র সনদে স্বাক্ষর করবে এবি পার্টি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত‍্য কমিশনের সভা শেষে তিনি একথা বলেন। দলের অন‍্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক এসময় কমিশনে উপস্থিত ছিলেন। 

মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর জন্য নীতিগতভাবে সব দল মতামত দিয়েছিল। কিন্তু, যখনই কী কী ক্ষমতা দেওয়া যায় সেরকম ৬টা বিষয়ে বেশীরভাগ দল একমত হয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করে তখন কয়েকটি আবার দল নোট অব ডিসেন্ট দিয়েছে। একইভাবে সংসদের উচ্চকক্ষে ১০০ আসনের ব‍্যাপারে সবাই একমত হয়েছে। কিন্তু, এর নির্বাচন প্রক্রিয়ায় যখন অধিকাংশ দল পিআর পদ্ধতি সমর্থন করেছে, তখন কেউ কেউ সেখানেও নোট অব ডিসেন্ট দিয়েছে।

তিনি ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া বিষয়গুলোর সমাধান কী হবে এবং সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে তা সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ঐকমত‍্যের বিষয়গুলো বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করলেই এবি পার্টি সনদে স্বাক্ষর করবে। কেউ যদি এটা নিয়ে কোন ছল-চাতুরীর আশ্রয় নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে।

এ সময় মজিবুর রহমান মঞ্জু ঐকমত‍্য কমিশনের সংলাপে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, কমিশনের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং গণমাধ্যমকর্মীদের অশেষ ধন্যবাদ জানান। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: