৩১ দফা বাস্তবায়ন করতে পারলে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে: আবু নাসের

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১২ টায় বরিশাল জর্জ কোর্টের আইনজীবীদের মাঝে ও আশপাশ এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কারণ তারা গণতন্ত্রের কথা মুখে বললেও বাস্তবে ধারণ করেনি। বাংলাদেশে শেখ মুজিব ও শেখ হাসিনা বারবার গণতন্তের কবর রচনা করে ফ্যাসিবাদতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। অপরদিকে বিএনপি যতোবার ক্ষমতায় এসেছে ততোবার জনগণ গণতন্ত্রের সুফল ভোগ করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের ফ্যাসিবাদি আচরণ অনুধাবন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে চিরস্থায়ীভাবে গণতান্ত্রিক রাষ্ট্র মেরামতে ৩১ দফা উপস্থাপন করেছেন। ৩১ দফার আলোকে তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে ফ্যাসিবাদতন্ত্রের কবর চিরতরে রচনা হবে। কারণ দেশের মানুষ জুলাই গণঅভ্যুথানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে চিরতরে প্রত্যাখান করেছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, মহানগর বিএনপির সদস্য এ্যাডভোকেট মাসুদ আহমেদ ও এ্যাডভোকেট মো. স্বপন, মহানগর বিএনপির সদস্য মো. জাহিদুর রহমান রিপন প্রমুখ।
বিভি/এআই
মন্তব্য করুন: