বিদ্যমান কাঠামোতে আগামী নির্বাচন হলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে: পরওয়ার

ছবি: মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে যদি বিদ্যমান কাঠামোতেই আগামী নির্বাচন হয়, তাহলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (১৭ আগস্ট) জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী আলোচনায় একথা বলেন তিনি।
জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই অনুসারে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।
অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে এ আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, যদি সরকারের আরও কোনো পাল্টা যুক্তি থাকে, সর্বদলীয়ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদের নিয়ে একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করতে হবে। সেখানে প্রত্যেকটি দল তাদের যুক্তি পেশ করবে।
বিভি/এআই
মন্তব্য করুন: