• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লন্ডন নয়, জনগণের দিকে সেজদার আহ্বান নাসীরুদ্দীনের

প্রকাশিত: ২০:৩৭, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৪০, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
লন্ডন নয়, জনগণের দিকে সেজদার আহ্বান নাসীরুদ্দীনের

ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারী

লন্ডন থেকে কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সেজদা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামটরের রূপায়ন টাওয়ারে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘যারা লন্ডনকে কেবলা বানিয়ে সেজদা দিয়েছেন বা দিচ্ছেন, তাদের কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সেজদা দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র নেই। থাকলে ১/১১ হতো না। গণহত্যায় যারা শহীদ ও আহত হয়েছেন তাদের নিরাপত্তার জন্য গণপরিষদ নির্বাচন দরকার। বাংলাদেশে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন হতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের মন্ত্রী হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমরা জনগণের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে সে সুযোগ গ্রহণ করিনি।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিয়েছেন। কিন্তু তারা আপনাকে ক্ষমতায় বসায়নি, বসিয়েছে জনগণ।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপি আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা করেনি। মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে।’

এনসিপির এ নেতা বলেন, ‘দেশের বর্তমান সংকট সমাধানের একমাত্র উপায় গণপরিষদ নির্বাচন। সেনাবাহিনীকে দেশের জন্য কাজ করতে হবে।’

এসময় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বলেও জানান তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2