‘সব দলগুলোর একসঙ্গে আলোচনায় বসা উচিৎ’

জুলাই সনদে জামায়াতে ইসলামীর কিছু মতপার্থক্য আছে। এসব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এমনটি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (১০ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান জামায়াতের এ নেতা।
পরে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলগুলোর একসাথে আলোচনায় বসা উচিৎ। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একটি সুষ্ঠু নির্বাচন খুব জরুরি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেন তিনি।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, জামায়াতে ইসলামীর আমীর সুস্থ থাকলে তিনিও দেখতে আসতেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: