• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব: মুজিবুর রহমান মঞ্জু

প্রকাশিত: ১৯:২৫, ২০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব: মুজিবুর রহমান মঞ্জু

ছবি: মুজিবুর রহমান মঞ্জু

নির্বাচন নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করছে। তবে সকল শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিইসিকে নয় দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দায়িত্বশীলদের নিয়ে আশঙ্কা কাজ করছে। তাই ভোটার নয় এমন তরুণদের ভোটকেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়া যায় কী না সেটি বিবেচনা করার কথা বলেছি। নির্বাচনী ব্যয় কমানোর কথাও বলেছি।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র মাঠে উন্মুক্ত স্থানে করার কথা বলেছি। প্রবাসীদের ভোট ও দ্বৈত নাগরিকের ভোট দেওয়া নিয়েও আলোচনা হয়েছে। নীতিগতভাবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে আমাদের আপত্তি ছিলো। এ সময় উচ্চকক্ষে পিআর চালু করতে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2