মব সন্ত্রাস চলতে থাকলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়বে: সাইফুল হক

ছবি: সংগৃহীত
মব সন্ত্রাস চলতে থাকলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সোমবার (২৫ আগস্ট) নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্য গণঅভ্যুত্থানের চেতনাকে আঘাত করেছে। এ ব্যাপারে রাজনীতিবিদদের আরও সংবেদনশীল হওয়া উচিত বলে মত তার।
কেউ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। তবে অভ্যুত্থানের এক বছর পরও আইনি কাঠামো ভেঙে মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য তার। অনেক সময় সরকারের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে মব সন্ত্রাস চলছে বলেও অভিযোগ করেন সাইফুল হক।
বিভি/এআই
মন্তব্য করুন: