এই মুহূর্তে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় জামায়াত

আগামী ত্রয়োদশ নির্বাচনের জন্য আজ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
আবদুল্লাহ মো. তাদের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি ভালো হত। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এর আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে এক সেমিনারে যোগ দেন তিনি।
অভিযোগ করে তিনি বলেন, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করে দেন জামায়াতের নায়েবে আমির।
বিভি/এজেড
মন্তব্য করুন: