• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১৪, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী 

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিক সমাজের কাছে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। 

তিনি আরও বলেন, তাদের সমথর্ন করি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে, কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে- এটা আমরা আশা করি নাই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে টাঙ্গাইলের নিজ বাসায় অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইল হতো না- আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার।

লতিফ সিদ্দিকী ইস্যুতে বঙ্গবীর বলেন, বৃহস্পতিবার সকালে ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে ‘মব’ সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই তাকে স্বসম্মানে ছেড়ে দেওয়া হোক। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2