‘পতিত শক্তি ভারতে বসেও দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত শক্তি ভারতে বসেও দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিএনপির ওপর আঘাত এলে প্রতিরোধ করা হবে বলে তিনি হুঁশিয়ারি করে দেন। বলেন, আওয়ামী লীগের মতো চাটার দল হবে না বিএনপি।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত উত্তরা ১০ নাম্বর সেক্টরে খাল পরিস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, হাসিনা পালালেও ভারতে বসে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি। বিএনপি পতিত ফ্যাসিস্টের মত আচরণ করবে না বলেও দলের মহাসচিব জানান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: