হাসিনা চলে গেলেও দেশে স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে এখনও স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ জন অধিকার পার্টির আলোচনায় তিনি এ কথা বলেন।
গণতন্ত্র বিশ্বাসীদের মধ্য বিভেদ নাই জানিয়ে আমীর খসরু বলেন, সবাই সবার মতামত দেবে এটাই স্বাভাবিক। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং মন মানসিকতার পরিবর্তন আনতে হবে।
সংস্কারের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সব প্রস্তাবে সবার ঐক্যমত হতে হবে এমন কোন কথা নেই। যেসব বিষয়ে ঐক্যমত হবে সেগুলো বাস্তবায়ন হবে বাকিগুলোর জন্য জনগনের কাছে যেতে হবে।
জনগণ যে ম্যান্ডেট দেবে সেটাই হবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: