• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানো উচিত: মির্জা আব্বাস

বাসস

প্রকাশিত: ২০:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানো উচিত: মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে(ডিএমসিএইচ) গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার দুপুরে ঢামেকে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে যান তিনি। 

মির্জা আব্বাস হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসময় উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে মির্জা আব্বাস বলেন, নুরের নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো উচিত। আমরা আশা করি তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। 

নুরের উপর আক্রমণ ইচ্ছাকৃত ছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন,  ‘কে, কেন তাকে আক্রমণ করেছে খুঁজে বের করতে হবে এবং তাদের উদ্দেশ্য কী ছিল? সরকারের উচিত এই ধরনের ঘটনার উৎস খুঁজে বের করা।

বিভি/এজেড

মন্তব্য করুন: