শিবির আঁতাত করে ছাত্রলীগের ভোট নিজেদের বাক্সে নিয়েছে: মির্জা আব্বাস

ছবি: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সব ভোট জামায়াত-শিবির নিয়ে নিয়েছে। জামায়াত-শিবিরের এতো ভোট কোথা থেকে এলো, সে প্রশ্নও তোলেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের একটি কনভেনশন হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত নেতারা বৈঠকে বসে বিএনপিকে বার বার বলে আওয়ামী লীগ যেন আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে, সেদিকে খেয়াল রাখতে। কিন্তু অন্যদিকে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিজেদের ভোটবাক্সে নিয়েছে।
মির্জা আব্বাস আরও বলেন, দেশে বিদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ৫ই আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি নানা অপকর্ম করছে বলে যে অভিযোগ উঠছে, তা সত্য নয়।
তিনি বলেন, বিএনপির ভেতর ঢুকে এসব অপকর্ম করছে আওয়ামী লীগ আর দোষ চাপাচ্ছে বিএনপির ওপর।
বিভি/এআই
মন্তব্য করুন: