• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত, বহিষ্কারের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৭:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপি নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত, বহিষ্কারের হুঁশিয়ারি

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানাধীন ২৬নং ওয়ার্ড বিএনপির আপনার সাধারণ সম্পাদক পদ আগামী ৩ (তিন) মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। উল্লেখ্য যে, এরপরও আপনি নিজেকে সংশোধন না করলে আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে।'

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: