‘একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতে ইসলামী’

একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব-পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টি দলের মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। তবে, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে কিছু মতবিরোধ আছে। নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার মানসিকতা পরিবর্তন করা দরকার।
ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, তারা আশা করছেন আলোচনার মাধ্যমে তাদের দাবি এবং জনগণের মতের প্রতিফলন হবে। তবে, এর জন্যে উদার মানসিকতার দরকার। জামায়াত চায় অংশগ্রহণমূলক নির্বাচন হোক।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: