অসুস্থ সেই ‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে রাজধানীর শাহবাগ এলাকার অসুস্থ বৃদ্ধা ‘গোলাপী বেগম খালা’র গলার অপারেশন সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩ আগস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত গোলাপী বেগমের অসুস্থতা নিয়ে একটি খবর নজরে আসলে তার পাশে দাঁড়ান তারেক রহমান। তার চিকিৎসার দায়িত্বও নেন তিনি।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) গোলাপী বেগমের গলায় অপারেশন সম্পন্ন হয়।
অপারেশনের পর বৃদ্ধা গোলাপী বেগমের বিষয়ে খোঁজখবর নিতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় তিনি সংশ্লিষ্ট ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং সফলভাবে অপারেশনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা সরকার সেতু, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
বিভি/টিটি
মন্তব্য করুন: