• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

‘শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে’

প্রকাশিত: ২৩:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে’

ছবি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা নির্বাচন কমিশন প্রভাবিত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেটে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা ইতিবাচক হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। এবি পার্টিসহ বাংলাদেশপন্থি অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা চলছে।

এর আগে, সুনামগঞ্জে এক সভায় সারজিস আলম আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের পাশাপাশি নিষিদ্ধও করতে হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2