কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন

ছবি: ডা. জাহিদ হোসেন
কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন- জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
পরে সাংবাদিকদের ডা. জাহিদ হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে যারা এগিযে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন বলে জানান তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: