‘আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে’

ছবি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের যেকোন হস্তক্ষেপের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চায়নিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের প্রতিনিধি দলকে সে কথাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চায়নিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।
সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত আমীর প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বিভি/এআই
মন্তব্য করুন: