‘শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার ক্ষেত্রে ইসি স্বেচ্ছাচারিতা করছে’

ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে তাদের দলীয় প্রতীক ‘শাপলা’ বরাদ্দ না দেওয়ার ক্ষেত্রে ইসি ‘স্বেচ্ছাচারিতা’ করছে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে গাইবান্ধার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজিত সাংগঠনিক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম নিশ্চিত করে বলেন, এনসিপির নির্বাচনী প্রতীক শাপলাই হবে। তিনি দৃঢ়ভাবে জানান, শাপলা প্রতীক না দেওয়ায় নির্বাচন কমিশন যে মনোভাব দেখাচ্ছে, তা চরম স্বেচ্ছাচারিতার শামিল।
সাংগঠনিক বিস্তৃতির ওপর জোর দিয়ে এনসিপি’র মুখ্য সংগঠক বলেন, আমাদের প্রথম কাজ সাংগঠনিক বিস্তৃতি। দেশের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কমিটি গঠন করছি এবং সেই কারণে সব জায়গায় সাংগঠনিক সভা করা হচ্ছে।
তিনি দলের সাংগঠনিক লক্ষ্যমাত্রা স্পষ্ট করে জানান, আগামী ১৫ দিনের মধ্যে জেলা আহবায়ক কমিটি গঠন করা হবে এবং নভেম্বরের মধ্যে দেশের সকল কমিটি গঠনের কাজ শেষ করা হবে।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান সমন্বয়কারী মোসলেম উদ্দীন, রাণীশংকৈল উপজেলার প্রধান সমন্বয়কারী শাহাজান বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: