দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: এম এ মালিক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, “দেশের বর্তমান সংকট কাটিয়ে উঠতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আজ একটি সত্যিকারের নির্বাচনের অপেক্ষায়, আর সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
শনিবার (৪ অক্টোবর) সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও মুহতামিম শায়খ মুহিউল ইসলাম বুরহান দা.বা.।
এম এ মালিক বলেন, “আমাদের নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতার জন্য দোয়া চাই। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন—তাঁর জন্যও দোয়া করবেন।” তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা জনগণের সহযোগিতা চাই সেই নির্বাচনে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য।”
ভারতের ভূমিকাকে ইঙ্গিত করে এম এ মালিক বলেন, “পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপের কারণেই বাংলাদেশ বারবার ব্যাহত হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ যুক্ত করেছিলেন—আমরাও সেই আদর্শেই বিশ্বাসী। আল্লাহর ওপর ভরসা রেখে, মানুষের সেবায় এবং দেশের কল্যাণে এগিয়ে যেতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে এম এ মালিক বলেন, “আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের দুঃখ-দুর্দশায় সহযোগিতা করতে চাই। আমাদের চেয়ারম্যান তারেক রহমান আপনাদের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।”
শেষে তিনি মাদ্রাসাটিকে “সিলেটের ধর্মীয় শিক্ষার গর্ব” বলে অভিহিত করে বলেন, “আমাদের রাজনীতি যদি মানুষের কল্যাণ ও নৈতিকতার পথে পরিচালিত হয়, তাহলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।”
বিভি/এজেড
মন্তব্য করুন: