• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা

প্রকাশিত: ২২:৩০, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারণা করেছেন গাজীপুর-৩ আসনে এমপি পদপ্রার্থী, বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ)।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রচারণাকালে তিনি বিভিন্ন দোকান, মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৩১ দফা নিয়ে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। 

পরে সাংবাদিকদের ব্রিফিং কালে অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ) নিজেকে আগামী নির্বাচনে এমপি প্রার্থী ঘোষণা করে বলেন, গাজীপুর-৩ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রচারণা করেছেন। দলের জন্য তার অতীত কর্মকাণ্ড হাইকমান্ড বিবেচনায় নিয়ে তাকে মনোনয়ন দেওয়া হলে এলাকার উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2