নির্বাচনী মাঠে আমরা ধানের শীষে ঐক্যবদ্ধ: হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে প্রয়োজন ইষ্পাত কঠিন ঐক্য। নির্বাচনে দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, ধানের শীষ প্রতীক বরাদ্দ করা হবে তার পক্ষে দলের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাহলে আমরা জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো। তাহলেই আমরা জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানের আগামীর সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
বুধবার (৮ অক্টোবর) সিলেট-২ আসনের ওসমানী নগর উপজেলার বিভিন্ন এলাকায় রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি ওসমানীনগর থানার শেরপুর বাজার, উনিশমাইল বাজার, বেগমপুর বাজার, করাইল বাজার, গোয়ালাবাজর, উমরপুর বাজার, তাজপুর বাজার, জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম আওরঙ্গপুর শেরপুর মাদ্রাসা ও হযরত শাহজালাল রহ ফাযিল মাদ্রাসাসহ আরও অনেক স্থানে দিনভর দলীয় কর্মসূচি পালন করেন।
হুমায়ুন কবিরের উপস্থিতিতে এদিন প্রতিটি স্থানে লোকে-লোকারণ্য হয়ে পড়ে। জনাকীর্ণ এসব পথসভায় হুমায়ুন কবির বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে তবে কোনো ভেদাভেদ, কোন্দল থাকতে পারবে না। আগামীতে যাকেই দল থেকে মনোনয়ন দেওয়া হোক তার পক্ষে সবাইকে একযোগে ঝাপিয়ে পড়তে হবে। ব্যক্তিকে নয়, দলকে ভালোবেসে নির্বাচনী বৈতরণী পার করতে হবে। জনগণের ভালোবাসা আর আস্থা অর্জন করতে হবে।
তিনি বলেন, দেশ গঠনে জিয়া পরিবারের অবদানকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। একটি পক্ষ বিএনপিকে নিয়ে অনবরত গুজব আর অপপ্রচার করছে। তাদের ওইসব অপপ্রচারের জবাব দিতে হবে সঠিক ইতিহাস তুলে ধরে, সঠিক বার্তা দিয়ে। এসব অপপ্রচারকারীরা দেশ ও জাতির শত্রু।
বিভি/এআই
মন্তব্য করুন: