• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

যুবলীগ নেতা কাজী সুমনকে গ্রেফতার করলো সেনাবাহিনী

প্রকাশিত: ২০:১৫, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যুবলীগ নেতা কাজী সুমনকে গ্রেফতার করলো সেনাবাহিনী

কুমিল্লা পৌর যুবলীগের সহসভাপতি কাজী তরিকুল ইসলামকে (কাজী সুমন) গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে সুমনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাজী তরিকুল ইসলাম (সুমন) দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি। সুমন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন ছিলেন এবং দেবিদ্বারের সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মইনউদ্দিন বলেন, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে কাজী তরিকুল ইসলাম (সুমন) আটক হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে সেখান থেকে আমরা দেবিদ্বার থানায় নিয়ে আসি।

পরে রবিবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠাই। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি বলে জানান এই কর্মকর্তা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2