কুমিল্লায় মাকসুদা রিমার নেতৃত্বে গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ

কুমিল্লা- ২ (হোমনা-তিতাস) আসনে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রিমার নেতৃত্বে গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণে ছাত্রদলের উৎসবমুখর পরিবেশ।
গতকাল রবিবার সাবেক মন্ত্রী, সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ারের বাসভবন প্রাঙ্গণ থেকে বিশেষ মোনাজাত ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মাকসুদা রিমা-এর গণসংযোগ কার্যক্রম।
এরপর হোমনা উপজেলা ও ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে তিনি তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় হোমনার গুরুত্বপূর্ণ এলাকাগুলো—পল্লী বিদ্যুৎ রোড, আদর্শ স্কুল মোড়, চৌরাস্তা, উপজেলা গেইট, পোস্ট অফিস মোড় এবং হোমনা বাজার এলাকায়। এসময় এলাকাজুড়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
বিভি/এজেড
মন্তব্য করুন: