• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

গাজীপুর-১ আসনে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছেন বিএনপির ইশরাক সিদ্দিকী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:২৫, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ

গাজীপুর-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। মনোনয়ন পেলে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা সাধারণ ভোটারদের।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, পৌরসভা এবং গাজীপুর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গাজীপুর-১। এ আসনে ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৪শত ৪১ জন। ৬ষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকী এ আসন থেকে নির্বাচিত হন। 

আসনটিতে আগামী নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকীর কনিষ্ঠ পুত্র গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ।

বিএনপি থেকে মনোনয়ন পেলে নির্বাচনে সকল শ্রেণী পেশার লোকজনকে নিয়ে মাঠে কাজ করতে চান বলে জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

এরই মধ্যে তিনি কালিয়াকৈর সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছেন। তাকে নিয়ে অনেক প্রত্যাশা তাদের। এ আসনে বিএনপির আরো কয়েকজন প্রার্থী প্রকাশ্যে ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। 
 
আগামী নির্বাচনে ব্যারিস্টার ইশরাক আহমদ সিদ্দিকীকে দলীয় মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে গাজীপুর -১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকায় পরিনত করতে পারবেন বলেও প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের । 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2