ঢাকা-৬ আসনে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের মিছিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার নেতৃত্বে মিছিল হয়।
এ সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য ধানের শীষে ভোট চেয়ে মিছিল করা হয়। আব্দুর রহিম ভূঁইয়া ছাড়াও সূত্রাপুর থানা ওয়ারি থানা গেন্ডারিয়া থানা বংশাল থানা কোতয়ালী থানা ছাত্রদলের নেতৃবৃন্দরা মিছিলে উপস্থিত ছিলেন।
মিছিলটি পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে জজ কোর্ট সিএম কোট রাইসা বাজার বংশাল ধোলাইখাল টিপু সুলতান রোড ওয়ারী হয়ে জয় কালী মন্দির মোড়ে গিয়ে শেষ হয়।
বিভি/এজেড




মন্তব্য করুন: