• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

‘সংবিধান সংশোধনের আদেশ দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই’

প্রকাশিত: ১৪:৪১, ১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘সংবিধান সংশোধনের আদেশ দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই’

ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের আদেশ দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ভিন্নমতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ করায় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাস ঘাতকতা ও প্রতারণার অভিযোগ উঠছে যা বিব্রতকর। তিনি আরো বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে একমত। কারণ ফেব্রুয়ারির নির্বাচনের আগে আরেকটি নির্বাচন আয়োজনের সময় বা সামর্থ্য এই সরকার বা নির্বাচন কমিশনের নেই। 

সাইফুল হক আরও বলেন, সরকারকে পক্ষপাতদুষ্ট অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে এবং বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে হবে। নির্বাচনের ব্যাপারে জটিলতা তৈরি না করার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2