‘শেখ হাসিনার বিচার হলে আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে না’
ফাইল ছবি
নির্বাহী, বিচার ও শাসন এ তিনটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে না পারলে জুলাই সনদ মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
শনিবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির অয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। সুব্রত চৌধুরী বলেন, যে অপরাধী তার বিচার হবে। শেখ হাসিনার বিচার হলে আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার অনুরোধ করে সুব্রত চৌধুরী বলেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট না করে, শেখ হাসিনাকে থামান।
এসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে। আর এই ব্যর্থতার দায়ভার বিএনপি, জামায়াত, এনসিপিসহ কেউ এড়াতে পারবে না।
বিভি/এসজি




মন্তব্য করুন: