জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই: মেজর হাফিজ
ফাইল ছবি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমদ বলেছেন, জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই, কারো কারো প্রয়োজন হতে পারে। দেশের প্রয়োজন একটা নির্বাচন। শনিবার (১ নভেম্বর) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় এই কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু বিএনপি মেনে নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে বিতাড়িত করেছে।
দেশ অদ্ভূত এক সময়ের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা লক্ষ্য করছি। অন্তর্বর্তী সরকার এবং অনেক আমলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এজন্য তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়।
জুলাই সনদ নিয়ে বিএনপির এই নেতা বলেন, সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ। আমরা ডিসেন্ট দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় যাবে তারা সনদ সম্পন্ন করবেন। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের।
তিনি আরও বলেন, নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছাসত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে। ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো দেখবে।
ধর্মভিত্তিক দল নির্বাচনকে পিছিয়ে দেয়া বা বানচালের চেষ্টা করছে উল্লেখ করে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মেজর হাফিজ।
বিভি/এসজি




মন্তব্য করুন: