বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
ছবি: তারেক রহমান
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান। বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরেই উপস্থিত থাকবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
বৈঠকের পর বিকাল তিনটায় সংবাদ সম্মেলন হবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, বৈঠকে আসন্ন নির্বাচনে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।
এদিকে, বিভাগওয়ারি সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান এবং সকল প্রার্থীকে একটি বার্তা দেওয়া হয়েছে যে, দল সব কিছু বিবেচনা করে যে প্রার্থীকে ধানের শীষের প্রতীকের জন্য মনোনীত করবে তার পক্ষে কাজ করতে হবে।
বিভি/এআই




মন্তব্য করুন: