তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, “জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা। এই দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হলে মানুষকেই ঐক্যবদ্ধ হতে হবে।”
সোমবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উঠান বৈঠকটি আয়োজন করে ৫৩ নং ওয়ার্ড বিএনপির রানাভোলা ইউনিট কমিটি। এতে স্থানীয় নেতা-কর্মীসহ শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।
মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, " স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ছিল। তাই তাড়া আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। যে দল বা গোষ্ঠী জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় তারাই দেশ থেকে বিতাড়িত হয়। তার নজির আপনারা দেখেছেন। বিএনপি'র জনগণের দল। আমরা জনগণের পাশে থাকতে চাই, তাদের কষ্টের কথা শুনতে চাই, এবং তাদের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন, সামনে যে নির্বাচন আসছে, সেটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। বিএনপিকে বিজয়ী করতে হলে তৃণমূল থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও পানি সমস্যাসহ স্থানীয় অবকাঠামোগত সংকট উঠান বৈঠকে সাধারণ মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব অভিযোগ মোস্তফা জামান মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “এই দেশ আমাদের সবার। আমরা যদি জনগণের পাশে থাকি, তাহলে অন্যায় ও অবিচারের অবসান হবেই।”
বৈঠক শেষে এলাকাবাসী উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখা মেলে এবং কেউ কেউ বিএনপির পক্ষে একাত্মতা প্রকাশ কতে দেখা যায়।




মন্তব্য করুন: