• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

প্রার্থী তালিকা ঘোষণার রাতে ৪ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:২৯, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৩৩, ৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রার্থী তালিকা ঘোষণার রাতে ৪ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুন্ডে জনস্বার্থবিরোধী মহাসড়ক অবরোধ করায় বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোররাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর পরপরই চট্টগ্রামে মহাসড়ক অবরোধসহ সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন কয়েকজন স্থানীয় নেতা।

ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু—কে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত চারজনই বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিভি/এজেড/এনইউ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2