• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মাঝরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রীকে গ্রেফতার

প্রকাশিত: ১৮:১৮, ৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাঝরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রীকে গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টা দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করা হয়।

জেসমিন আরা রুমাকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে জেসমিন আরা রুমা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, জেসমিন আরা রুমাজুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় এই নেত্রীকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2