‘আরপিও চূড়ান্তের আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা জরুরি ছিলো’
								ছবি: সংগৃহীত
আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা জরুরি ছিলো বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে প্রায় এক ঘন্টার বৈঠক শেষে তিনি জানান, ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু করতে ৩১ দফা দাবি জানিয়েছেন তারা। বলেন, কালো টাকার খেলা বন্ধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জামানতের ক্ষেত্রে ৫০ হাজার এবং সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ লাখ টাকা থেকে কমানো দরকার। কমিশনের সক্ষমতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, না ভোটের বিধান যুক্ত করা দরকার। এছাড়া নির্বাচনের দিনই গণভোট হবে বলে আশা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিভি/এসজি
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: