• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই: মির্জা আব্বাস  

প্রকাশিত: ১৪:১০, ৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই: মির্জা আব্বাস  

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, দুটি রাজনৈতিক দলের ওপর ভর করে টিকে আছে তারা। আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলেও আশাবাদী তিনি।  

মঙ্গলবার (৪ নভেম্বর) সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এসময় ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দায়ী করেন। জানান, সাদেক হোসেন খোকাকে কারাগারে বন্দী রেখে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিলো। 

সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেয়ার আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, তাহলে সরকারের কাজ কি? আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে প্রতীক দেয়ার মধ্যদিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার। এসময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামায়াতে দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকের জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বান জানান মির্জা আব্বাস।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2